১৬তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
ষোড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। আগামী ৩০ আগস্ট শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- আগামী ৩০ আগস্ট শুক্রবার সকাল ১০টা থেকে ১১টায় স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২৮ মে বেলা ৩টা থেকে এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইটে (http://www.ntrca.gov.bd) ১৬তম শিক্ষক নিবন্ধনের আবেদন করা যাবে। আগামী ১৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে। আর ২২ জুন পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পারবেন প্রার্থীরা।
১৬তম শিক্ষক নিবন্ধনের ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।
আমাদের IMO অথবা Whatsapp (01913248842) এ আপনার আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য, পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার পাঠালে আপনার আবেদন আমরা অনলাইনে Submit করে দিব।
*** শর্ত প্রযোজ্য।
বিস্তারিত জানতে এবং আবেদন করতে যে কোন পরামর্শের জন্য যোগাযোগ করুন-
রাবাব কম্পিউটার্স
মল্লিকপাড়া
রমেশ ক্লিনিকের সামনে
মেহেরপুর।IMO অথবা Whatsapp – 01913248842
- Rabab Computers হতে মেহেরপুরে আপনার বাসায় কম্পিউটারের মাউস, কীবোর্ড, পেনড্রাইভ সহ যেকোন যন্ত্রাংশ পেতে ফোন করুন– 01913248842
- আপনার ল্যাপটপ কিংবা ডেক্সটপ এর যেকোন সমস্যার সমাধান পেতে ফোন করুন– 01913248842