‘গুগল ফটোস’ এ আনলিমিটেড ছবির ব্যাকআপ রাখুন

‘গুগল ফটোস’ ব্যবহার করে বর্তমান সময়ে অনলাইনে আনলিমিটেড ছবি ব্যাকআপ রাখার সবচেয়ে সহজ উপায়। এই অ্যাপ ব্যবহার করে প্রিয় ছবিগুলোকে নিরাপদ রাখতে পারেন। আপনি অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাব, আইফোন, আইপ্যাড, ম্যাক বা উইন্ডোজ পিসি- যাই ব্যবহার করেন না কেন এই ফ্রি অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এটি আপনার আনলিমিটেড ছবি স্বয়ংক্রিয়ভাবেই ব্যাকআপ রাখবে।
আপনি যদি আপলোড সাইজ হিসেবে ‘হাই কোয়ালিটি’ অপশনটি নির্বাচন করেন তবে আপনার ব্যাকআপের জন্য আনলিমিটেড স্টোরেজ পাবেন। গুগল ছবিগুলোকে স্বয়ংক্রিয়ভাবে ১৬ মেগা পিক্সেলে সংকুচিত করে ফেলবে। যদি আপনি ‘অরিজিনাল কোয়ালিটি’ অপশনটি নির্বাচন করেন তবে আপনার ছবি গুলোকোন সংকোচন ছাড়াই আপলোড হবে, তবে আপনার গুগল অ্যাকাউন্টের স্টোরেজ কোটা সীমাবদ্ধ থাকবে। ফ্রি অ্যাকাউন্টের জন্য এই স্টোরেজ কোটা ১৫ গিগাবাইট, আপনি চাইলে অতিরিক্ত স্টোরেজ কিনে নিতে পারবেন ।
ফোন বা ট্যাব থেকে ‘গুগল ফটো’ তে ছবি ব্যাক আপ রাখবেন যেভাবে
-আপনার আইওএস বা অ্যান্ড্রয়েড ফোনে ‘গুগল ফটো’ অ্যাপটি ডাউনলোড করুন।
-এবার অ্যাপটি খুলুন এবং মেনু বাটনে টাচ করুন।
– ‘সেটিংস’ অপশনটি নির্বাচন করুন
-তারপর ‘ব্যাকআপ ও সিংক ‘অপশনে চাপুন।
-উপরের সুইচটি ব্যবহার করে ব্যাকআপ চালু করুন।
পিসি বা ম্যাক থেকে ‘গুগল ফটো’ তে ছবি ব্যাকআপ রাখবেন যেভাবে
- ‘গুগল ব্যাকআপ এবং সিঙ্ক’ সফ্টওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন।
- সফ্টওয়্যারটিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করুন।
- আপনার ছবির ফোল্ডার নির্বাচন করুন।
- হাই ছবি আপলোড করতে চান তা নির্বাচন করুন।
- Google Photos এ ‘ফটো এবং ভিডিও আপলোড করুন’এই অপশনটিতে ক্লিক করুন ।
- Google Drive থেকে ফাইল সিংক করবেন কিনা তা নির্বাচন করুন।
- ব্যাকআপ শুরু করতে OK অপশনটিতে ক্লিক করুন।






Users Today : 215
Users Yesterday : 184
This Month : 9683
This Year : 9683
Total Users : 372855
Views Today : 591
Total views : 1257110
Who's Online : 2