এডোব ফটোশপ সিএস ৮ বিষয়ক টিউটোরিয়াল-১ম পর্ব
এডোব ফটোশপ সিএস ৮ এ স্বয়ংক্রিয়ভাবে ৬টি পাসপোর্ট সাইজের ফটোর ১টি 4R সাইজ ফটো তৈরি করুন। এই কাজটি ম্যানুয়ালিও করা যায়। সেক্ষেত্রে সময়ও বেশী লাগে খাটনীও বেশী হয়। আর এই কাজটি করতে প্রথমে আপনাকে নিচের কোডগুলো একটি টেক্সট ফাইলে লিখে ফাইলটি 6P.txt নামে সেভ করুন। আর একটি কথাটি পাসপোর্ট সাইজের ফটো ১টি কম্পিউটার প্রিন্ট দিতে খরচ হয় মিনিমাম ৫ টাকা, ল্যাব প্রিন্ট ৭ টাকা আর ৬টি পাসপোর্ট সাইজের ফটোর ১টি 4R সাইজ ফটো ল্যাব প্রিন্ট দিতে খরচ হয় মাত্র ৭ টাকা। যা ছাত্রদের এবং বেকার যুবকদের অনেক টাকা সেভ করবে…..
; line 1, page size
M 101.6 152.4 0
; line 2, description
6P
; line 3 – n, drop zones
4.3 3.3 40.0 50.0
4.3 56.3 40.0 50.0
47.3 3.3 50.0 40.0
47.3 46.3 50.0 40.0
4.3 109.3 50.0 40.0
57.3 99.1 40.0 50.0
6P.txt নামের ফাইলটা আপনার কম্পিউটারের সি ড্রাইভের Program Files – Adobe — Photoshop CS – Presets — Layouts ফোল্ডারে রাখুন।
এবার-
১. ফটোশপে আপনার ছবির ফাইল ওপেন করুন।
২. প্রয়োজনীয় এডিট শেষ করুন এবং ছবিটা (width X height) 40X50 mm, 300 Pixels/Inch সাইজে ক্রপ করুন।
৪. এবার আসল মজা
File>Automate>Picture Package এখানে যান ।
সামনে আসা উইন্ডোতে নিচের মান গুলো মিলিয়ে নিন।
Source Images>Use: Frontmost Document Document>
Page size: 4.0X 6.0 in;
Layout: 6P;
Resolution: 300 pix/Inch;
Mode:RGB
৫. OK ক্লিক করুন এবং ফাইলটা JPEG Format সেভ করুন।
এবার যেকোন ডিজিটাল ল্যাব থেকে প্রিন্ট করে নিন।






Users Today : 190
Users Yesterday : 216
This Month : 9874
This Year : 9874
Total Users : 373046
Views Today : 808
Total views : 1257931
Who's Online : 1